কিশোরগঞ্জে বাস খাদে পড়ে দুইজন নিহত, আহত ৩৫
প্রকাশিতঃ 11:05 am | December 27, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কিশোরগঞ্জে বিশাল পরিবহনের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সদর উপজেলার কামলিয়ারচর এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিশাল পরিবহনের একটি নাইট কোচ কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠায়। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘন কুয়াশা ও পিচ্ছিল সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের।
কালের আলো/টিএ/এডিবি