সেনাপ্রধানের সঙ্গে কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফের সাক্ষাৎ

প্রকাশিতঃ 10:09 pm | December 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বাংলাদেশে সফরত কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অব স্টাফ (অপারেশন এন্ড প্ল্যান) মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধে স্বর্ণোজ্জ্বল সেনাবাহিনীর সেই ৪৫ বীর শহীদের স্মরণে ‘মৃত্যুঞ্জয়ী ৭১’

সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই দিনে তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি এর নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় আসেন।

প্রতিনিধি দলটি সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক যৌথ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সফরকালে তিনি বিমান বাহিনী প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সাক্ষাত করবেন।

এছাড়াও প্রতিনিধি দলটি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটির আগামী ০২ জানুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

কালের আলো/আরআই/এমএস