রোনালদোর হ্যাট্রিকে বছর শুরু জুভেন্টাসের
প্রকাশিতঃ 11:01 am | January 07, 2020
কালের আলো ডেস্ক:
এবার ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সিরি’আ লিগে কালিয়ারির বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে ২০২০ সাল শুরু করেছে তুরিনের বুড়িরা।
বয়স যে কেবল সংখ্যা সেটা আবারও দেখালেন ফুটবলের বরপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। আর, মাস খানেক বাদেই ৩৫ ছাড়িয়ে পা দেবেন ৩৬ এ। এখনো দুর্বার, অপ্রতিরোধ্য। কাগলিয়ারিকে দিয়েছেন তিন গোল। তাতেই ৪-০ এর জয়ে বছর শুরু জুভেন্টাসের।
ঘরের মাঠ তুরিনে ম্যাচের প্রথমমার্ধ অবশ্য হতাশ করেছে ফ্যানদের। গত বছরের শেষটা হয়েছিলো সুপারকোপা ইতালিয়ানার ফাইনালে লাৎসিওর বিপক্ষে হেরে। সেখান থেকে ৩৬০ ডিগ্রি ঘুরেই সেকেন্ড হাফের শুরু তুরিনের ওল্ড লেডিদের। ৪৯ মিনিটে দলের আর নিজের গোলের খাতা খোলেন রোনালদো।
ডি-বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় হোস্টরা। ৬৭ মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
৮১ মিনিটে জুভেন্টাস তিন নম্বর গোলে নিয়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। এই গোলটায় অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন। স্কোরার হিগুয়াইন। পরের মিনিটেই নিজের ক্যারিয়ারের ৫৬তম হ্যাটট্রিকটা সেরে নেন রোনালদো। ডান দিকে থেকে দগলাস কস্তার পাস ডি-বক্সে পেয়ে ঠিকানায় পাঠান পর্তুগিজ সুপারস্টার। তাতে সিরি আতে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ডটাও হয়ে গেছে তাঁর। আর, জয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
কালের আলো/এসএস/এডিবি