গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 7:09 pm | January 10, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার ইসলাম নিট কম্পোজিট নামের পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ।

তিনি বলেন,‘আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ফায়ার সার্ভিস এখন ডাম্পিংয়ের কাজ করছে।’

মামুনুর রশিদ আরও জানান, কারখানাটির ১০তলা ভবনের ৬তলা থেকে আগুনের সূত্রপাত। গাজীপুরের তিনটি, সাভার ইপিজেডের তিনটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

কালের আলো/আরএম/এডিবি