মানিকগঞ্জে ছাত্রদল সভাপতি পারভেজ গ্রেফতার
প্রকাশিতঃ 7:16 pm | May 06, 2018
মানিকগঞ্জ প্রতিনিধি, কালের আলো:
সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের বেউথা এলাকার নিজ বাসা থেকে পারভেজকে গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, ছাত্রদলের ওই নেতা সরকার বিরোধী বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে মাসুদ পারভেজকে তার শহরের বেউথা বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের এ কর্মকর্তা আরো জানান,আটক মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ সরকার বিরোধী বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কালের আলো/ভিকু/ওএইচ