দিনাজপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিতঃ 11:20 am | January 13, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দিনাজপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্যও।
রবিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার তাজপুর গ্রামের নওশন দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দক্ষিণ বালুবাড়ী এলাকার রহমত আলী ও সিপাহিপাড়া এলাকার আবুল কাশেম। পুলিশ বলেছে, তাদের দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যান তাঁরা। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দুইজন নিহত হয়।
আহত দুই পুলিশ সদস্যকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কালের আলো/এমএম/এডিবি