পুলিশের ‘ইমেজ’ পরিবর্তনের মিশনে আইজিপি

প্রকাশিতঃ 2:04 pm | May 08, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো :

পুলিশ বাহিনীর প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মাসখানেক আগে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বলেছিলেন, তাৎক্ষণিকভাবে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে দ্রুতই পুলিশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা সম্ভব। আপনারাই বদলে দিতে পারেন পুলিশের ইমেজ।’

নিজ বাহিনীর সদস্যদের প্রতি এমন আহবান জানানোর পর পরই মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে দেশজুড়ে প্রশংসা কুড়ান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শবনম সুলতানা।

তিনি দুর্ঘটনাকবলিত একটি পিকআপ ভ্যানের আহত চালককে উদ্ধারের পাশাপাশি সেবা করে মানবিতার নজির স্থাপন করেন এবং নিজে দুর্ঘটনাকবলিত গাড়ি চালিয়ে তা সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচলও স্বাভাবিক করেন।

মানুষের সহায়তায় পুলিশের এগিয়ে আসার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভাইরাল হয়েছে তেমনি জনমনেও পেয়েছে উচ্ছ্বসিত প্রশংসা।

সোমবার (৭ মে) পুলিশ সদর দপ্তরে শবনম সুলতানার হাতে আর্থিক পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তৃণমূলের এ পুলিশ কর্মকর্তার প্রশংসা করে এ বাহিনীর প্রধান বলেন, ‘শবনম সুলতানা আহত গাড়িচালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তাঁর এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।’

আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শবনম সুলতানাকে পরামর্শ দিয়েছেন এবং ভালো কাজ করার সাহস জুগিয়েছেন, জানান পুরস্কারপ্রাপ্ত এ শবনম। তিনিও অঙ্গীকার করেছেন এমন ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখার।

‘বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ’- এমন একটা প্রচলিত কথা রয়েছে। অবশ্য এ ধরণের কথা তৈরি হওয়ার পেছনে দায়ী এ বাহিনীর গুটিকয়েক নীতিবিবর্জিত সদস্যের কান্ডকীর্তি। পুলিশ বাহিনীর ভাবমূর্তি স্বচ্ছ রাখতে শুরু থেকেই বাহিনীর সদস্যদের ‘রাইট ট্র্যাকে’ চলার কঠোর নির্দেশ দিয়ে আসছিলেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নিজ জেলা চাঁদপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি বলেন, ‘থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে রূপান্তর করার চেষ্টা করা হচ্ছে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ স্লোগানের বাস্তবরূপ তখনই হবে, যখন নারী, শিশু ও সাধারণ মানুষ থানা থেকে সেবা নিয়ে হাসি মুখে বের হবে।’

পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দিনেও তিনি একই রকম কথা বলেছিলেন। পুলিশের ইমেজ পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই পুলিশ বাহিনীকে একটি অন্য রকম উচ্চতায় নিয়ে যাওয়ার মিশন নেয়া পরিশ্রমী, সৎ ও নির্লোভ জাবেদ পাটোয়ারী এও জানান, ‘থানায় সেবার মান বৃদ্ধি করতে আমরা একটি পরিকল্পনা করছি।’

গত ৭ এপ্রিল বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘মানুষ বিপদে পড়লেই থানার শরণাপন্ন হয়। আপনারা (পুলিশ সদস্য) যদি সেই বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে পারেন, তাকে যদি আশ্বস্ত করতে পারেন যে, আমরা আপনার পাশে আছি, চেষ্টা করব সমস্যা সমাধান করার জন্য।

“তাৎক্ষণিকভাবে রেসপন্স করলে পুলিশের সুনাম আরও বেড়ে যাবে। আপনারাই বদলে দিতে পারেন পুলিশের ইমেজ।” সমস্যার শতভাগ সমাধান করা সম্ভব না হলেও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান জাবেদ পাটোয়ারী।

মাত্র কদিন আগে ঢাকার চাঁদনি চকে ও মিরপুরের একটি ফুটপাথ মার্কেটে দোকানিদের হাতে যৌন হয়রানির শিকার নারীদের পুলিশের সহযোগিতার ভিডিও ফেইসবুকে বেশ ভাইরাল হয়েছে।

ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী লোকাল বাসে যৌন সহিংসতার হাত থেকে বেঁচে যাওয়ার অভিযোগ তোলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বেশ ঠাণ্ডা মাথায় সামাল দেয়ার জন্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ প্রশংসিত হয়েছে।

 

কালের আলো/এমকে/ওএইচ