বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিতঃ 10:32 am | January 19, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ আয়াস এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদীর শিকল ঘেরা এলাকায় এই ঘটনা ঘটে।

মোহাম্মদ আইয়াছ উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের জামাল হোসেনের ছেলে।

বিজিবির দাবি, নিহত জামাল হোসেন একজন মাদক পাচারকারী।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শিকল ঘেরা এলাকায় অবস্থান নেয় তাঁরা। গভীর রাতে কয়েকজন নৌকায় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যরা তাঁদের থামতে বলে। এসময় নৌকা থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালালে তিন জওয়ান আহত হন। আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা নদীতে ঝাঁপ দেয়।

এসময় আয়াসকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।

কালের আলো/টিএম/এডিবি