সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করার আহবান দুর্জয়ের
প্রকাশিতঃ 8:34 am | May 09, 2018
জালাল উদ্দিন ভিকু,মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর ডি.এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১২ মে শনিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার ড.খন্দকার মোশারফ হোসেন এমপি’র আগমন উপলক্ষে জেলা পরিষদ আয়োজিত সমাবেশকে জনসমুদ্রে রূপান্তরিত করার আহবান জানিয়েছেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত সমাবেশ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত নেতাকর্মী, সমর্থক, নির্বাচিত প্রতিনিধি ও সাধারণ ভোটারদের প্রতি এ আহবান জানান তিনি।
জেলা পরিষদ ও জেলা আ’লীগের সদস্য মাহবুবুর রহমান জনি’র সভাপতিত্বে বিশ্ব বরেণ্য সাবেক এ ক্রিকেটার বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বিসিবি’র এই পরিচালক আরো বলেন- ষড়যন্ত্রকারীরা কখনোই দেশ জাতির মঙ্গলে সহায়ক নয়। এদের প্রতিহত করতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকেই পুনরায় নির্বাচিত করার আশাবাদ
ব্যক্ত করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল খালেক বিএসসি,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম মিন্টু,দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, শিবালয় আ’লীগের সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জ্যোৎস্না শিকদার,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হোসনেয়ারা শিমু, ইউপি চেয়ারম্যান -আবুল কাশেম চতু, মো:আব্দুল লতিফ,আব্দুল আজিজ মাষ্টার, আব্দুল আওয়াল খান, মো:বাবর আলী, ইঞ্জিনিয়ার হারুন-অর- রশিদসহ সকল ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি ও সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি সমাবেশ এর ভেনু পরিদর্শন করেন এবং রাতে ডাকবাংলো মিলনায়নে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
কালের আলো/প্রতিনিধি/ওএইচ