বজ্রপাতে ময়মনসিংহসহ ৯ জেলায় প্রাণ গেলো ১৮ জনের

প্রকাশিতঃ 6:57 pm | May 09, 2018

নিউজ ডেস্ক, কালের আলো:

দেশজুড়ে কালবৈশাখি ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় ময়মনসিংহসহ ৯ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড় ও বজ্রবৃষ্টিতে এ হতাহতের খবর মিলেছে।

এসময় বর্জপাতে দগ্ধ হয়েছেন আরও ৩১ জন। এর মধ্যে হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জ, মানিকগঞ্জ, রাজশাহী ও কিশোরগঞ্জে দুই জন করে আটজন এবং সিরাজগঞ্জ, গাইবান্ধা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে একজন করে চারজনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাতে ধান কাটা শ্রমিকসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন আরও নয়জন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ দু’জন হলেন- ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ইয়াকুব উপজেলার বাঁচামারা ইউনিয়নের হাচাদিয়া গ্রামের হাবেজ আলীর ছেলে। এছাড়া দৌলতপুরের কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাত স্কুলছাত্র আহত হয়েছে।

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত দুইজন হলেন- উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল নামোপাড়া গ্রামের সামসুদ্দীনের ছেলে সোহাগ আলী (১৮) ও বাতাসপুর গ্রামের লোকমান আলী ছেলে কৃষক আনছার আলী (৩০)।

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের পৃথক স্থানে বজ্রপাতে আরও ১২ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ দু’জন হলেন-নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ (৩৮)।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সমতুল্লাহ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের বাসিন্দা। এছাড়া শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র দগ্ধ হয়েছে। আহত শাকিল একই উপজেলার খাস রাজবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মহর আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মহর উপজেলার আলী উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে বজ্রপাতে কুলফি আক্তার (০৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। কুলফি ওই গ্রামের শাহ কামালের মেয়ে।

কালের আলো/ওএইচ