ময়মনসিংহে আড়ং আউটলেটের যাত্রা শুরু
প্রকাশিতঃ 5:07 pm | May 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের লাইফ স্টাইল খাতের বিশ্বমানের ব্র্যান্ড প্রতিষ্ঠান আড়ং-এর ১৯তম আউটলেট এখন ময়মনসিংহে।
বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর প্রাণকেন্দ্র নতুন বাজার সংলগ্ন ২১ কালী শংকর রোড়ে এটির উদ্বোধন করেন ব্র্যাক ও আড়ং এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। এ সময় ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ শোরুমে আড়ং ঈদ কালেকশনের বৈচিত্র্যময় সব পোষাকের সঙ্গে থাকছে গৃহসজ্জা, জুতা ও গহনার বিপুল সম্ভার। আড়ং ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ।