বার্সার হয়ে মেসির ৫০০তম জয়

প্রকাশিতঃ 10:57 am | January 31, 2020

কালের আলো ডেস্ক:

লিওনেল মেসির জোড়া গোলে লেগাসেনকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আর এই বিশাল জয়ের মধ্য দিয়ে কাতালান জায়ান্টদের হয়ে মেসির ৫০০তম জয়ের রেকর্ডে পৌঁছালো।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যুয়ে লেগানেসকে হারিয়ে কোপা দেল রে’র শেষ আটে পা রেখেছে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। এই জয় দিয়েই নতুন মাইলফলক গড়লেন তিনি। যা ছোঁয়ার ভাগ্য হয়নি অন্য কারও। কাতালান জায়ান্টদের ইতিহাসে ৫০০তম জয় পাওয়া প্রথম খেলোয়াড় মেসি।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে ৪ মিনিটে এগিয়ে যায় কাতালুনিয়ানরা। দলের হয়ে প্রথম গোলটি করেন ফরাসি তারকা গ্রিজম্যান। স্বদেশি নেলসন সেমেডুর পাসে বল জালে জড়ান তিনি।

দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২৭ মিনিটে। মেসির কর্ণার থেকে লাফিয়ে উঠে হেডে গোল করেন ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক মেসি। ম্যাচের ৫৯ মিনিটে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়ান তিনি। ৩০ মিনিট পর ম্যাচের শেষ গোলটিও করেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বড় জয় নিশ্চিত করেন তিনি।

মেসির দুই গোলের মাঝে ৭৭ মিনিটে চতুর্থ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলো। বার্সেলোনা পায় ৫ গোলের বিশাল জয়। স্প্যানিশ ফুটবলে এটি মেসির ৫০০তম জয়।

কালের আলো/এসএস/এডিবি