‘পোড়ামন ২’র টিজার প্রকাশ (ভিডিও)

প্রকাশিতঃ 11:35 am | May 13, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:
সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘পোড়ামন ২’ ছবির টিজার শনিবার প্রকাশ করা হয়েছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেতে পারে। ২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালনায় ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। ছবিটি বেশ সাড়া জাগিয়েছিল।

সেজন্য ছবিটির সিক্যুয়েল ‘পোড়ামন ২’ নিয়েও সবার আগ্রহ তুঙ্গে। ব্যতিক্রমী সব পোস্টারের জন্য ছবিটিকে ঘিরে দর্শকদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। টিজার প্রকাশের পর বেশিরবাগ চলচ্চিত্রপ্রেমী ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। একদিন না পেরোতেই এক লাখের বার বেশি বার টিজারটি দেখা হয়েছে। এ বছর ‘নূরজাহান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা। ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এবার ‘পোড়ামন ২’ ১১ সেকেন্ডের টিজারে পূজার পাশাপাশি নবাগত নায়ক সিয়ামও প্রশংসা কুড়াচ্ছেন।

কালের আলো/এনআর