নিউজ টোয়েন্টিফোরের দুই সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিতঃ 8:31 pm | February 11, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুরান ঢাকার নয়াবাজার এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদক ফখরুল ইসলাম ও ক্যামেরাম্যান শেখ জালাল। এ সময় সন্ত্রাসীরা তাদের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) দুপুরের এই ঘটনায় আহত দুই সংবাদকর্মীকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত শেখ জালাল বলেন, দুপুর দুইটার দিকে আমরা অবৈধ বন্ড ব্যবসার সংবাদ সংগ্রহ করতে যাই নয়াবাজারে। এ সময় এই ব্যবসার সঙ্গে জড়িত লোকজন আমাদের ওপর হামলা চালায় এবং আমাদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে। এছাড়া আমাদের ব্যাকপ্যাক ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে বংশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই আবু হানিফ বলেন, এ ব্যাপারে একটি মামলা হচ্ছে।

কালের আলো/বিআর/এমএইচএ