নতুন লুকে মিম
প্রকাশিতঃ 1:08 pm | May 17, 2018
শোবিজ প্রতিবেদক, কালের আলো:
একদম ভিন্ন, নতুন। হ্যাঁ এমন লুকেই দেখা গেলো অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। আরেক মডেল খালেদ সুজন ছিলেন তার সঙ্গে।
ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এফডিসিতে ফটোশুট করেছে আর্টরেস। সেখানেই নতুন লুকে দেখা গেছে মিমকে। সঙ্গে আরও ছিলেন চিত্রনায়িকা রাহা তানহা খান ও রাজ ম্যানিয়ার।
পাশাপাশি সেই শুটে অংশ নেন ভারতের মুম্বাইয়ের ফ্যাশন মডেল ভিনিত চৌধুরী ও দিল্লির শায়না সিং। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন সানজিদা হক আরেফিন লুনা। আর্টরেসের ডিরেক্টর এন জামান রুবেল এবং জোবায়ের মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন।
‘সিনেমায় ব্যস্ততার’ জন্য এখন আর মডেলিং কিংবা টিভি নাটকে সময় দিতে পারছেন না মিম। তবে সময় পেলেই মডেলিং করার চেষ্টা করেন।
তিনি বলেন, “আপাতত সিনেমার তেমন কোনো ব্যস্ততা নেই। নিজে পছন্দ করছি বলেই কাজটি করলাম।”
আসছে ঈদে সাফটা চুক্তির আওতায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান’ ছবিটি। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার জিৎ।