আমির পারভেজের শিক্ষামূলক গল্পের শর্টফিল্ম ‘টেস্টিং’ (ভিডিও)
প্রকাশিতঃ 2:22 am | May 20, 2018
শোবিজ ডেস্ক, কালের আলো:
আদিল নামের ছেলেটি ঢাকায় থাকে। হঠাৎ বাড়ি থেকে বড় ভাইয়ের ফোন। মায়ের শরীরটা বেশি ভালো না। ততক্ষণাৎ যেতে হবে বাড়ি। রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে টাকা ভাংতি করার জন্য গেলেন পাড়ার দোকানে রায়হান ভাইয়ের কাছে। রায়হান ভাই এক হাজার টাকা ভাংতি করে দিলেন। এরপর বাসে চড়ে মোবাইলে মায়ের ছবিটি দেখতে দেখতে পৌঁছুলেন সদরঘাট।
বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে সদরঘাট গেলেও বাড়িতে যেতে পারেনি আদিল। কেনো বাড়ি যেতে পারলেন তিনি। কি এমন হয়েছিলো সেদিন?
কারণটা জানতে হলে দেখতে হবে শর্টফিল্মটি। আর তাতে দর্শকরা পাবেন লোভ-লালসাকে দূরে ঠেলে নিজেদের মনকে পরিশুদ্ধ করার একটি শিক্ষা।
এরকমই একটি শিক্ষামূলক গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেস্টিং’-এ অভিনয়ে মূল চরিত্রে আদিল হিসেবে দেখা যাবে মডেল, উপস্থাপক ও অভিনেতা আমির পারভেজকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেস্টিং’ প্রকাশ পেয়েছে গত ১৭ মে। আমির পারভেজ ছাড়াও অভিনয় করেছেন তারেক ফরহাদ এবং রায়হান।
গল্পটির স্ক্রিপ্ট এবং এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করছে সাখাওয়াত সবুজ। গল্পটি প্রসঙ্গে অভিনেতা আমির পারভেজ বলেন, ‘লোভ-লালসা মানুষের অন্তরের একটি মারাত্মক ব্যাধি। লোভ করার ফল কখনোই ভালো হয় না। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেটা বোঝানোর জন্যই এই আয়োজন। পবিত্র রমজানকে সামনে রেখে নির্মাণ করা এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দর্শকদের বিনোদিত করবে।’
অভিনেতা ও উপস্থাপক আমির পারভেজ বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে সিনেমার গানের সরাসরি একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। দর্শকপ্রিয় এই অভিনেতা মডেল হিসেবে ছিলেন অনেকগুলো মিউজিক ভিডিওতে। তারমধ্যে দুঃখ বলি , নেই আর কিছু আর, যায় না বাঁচা, আয়না ফিরে, ডোন্ট লুজ হোপ, আমার মানচিত্রসহ বেশ কিছু মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার উল্লেখযোগ্য টিভিসি হলো মোজো ভুল পাসে খা, তরুলতা ডট কম, ট্রমা সেন্টার মেডিক্যাল ইনস্টিটিউট , মোজো পিঠা উৎসব।
কালের আলো/ওএইচ
ভিডিও::