বেসিক ব্যাংক দুর্নীতি: তদন্ত কর্মকর্তাদের ডেকেছেন হাইকোর্ট

প্রকাশিতঃ 3:41 pm | May 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আদেশ অনুযায়ী আগামী ৩০ মে বুধবার সব নথি নিয়ে তাদের হাজির হতে হবে।

বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও আড়াই বছরেও কেন শেষ হয়নি সেটি জানতে চেয়েছেন আদালত।

২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে রাষ্ট্রায়াত্ত বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে মোট সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণের অভিযোগ ওঠার পর তদন্তে নামে দুদক।

ঋণপত্র যাচাই না করে জামানত ছাড়া, জাল দলিলে ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দানসহ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিধি বহির্ভূতভাবে ঋণ অনুমোদনের অভিযোগ ওঠে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।

প্রায় চার বছর অনুসন্ধান শেষে ২০১৫ সালের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিল থানায় ৫৬টি মামলা করে দুদক।