করোনা পরিস্থিতি মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ
প্রকাশিতঃ 11:04 pm | March 11, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সৃষ্ট পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের একশ কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছিলেন।
বুধবার(১১ মার্চ) ৫০ কোটি টাকা বরাদ্দের কথা চিঠি দিয়ে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৫০ কোটি টাকার মধ্যে ৪৫.৫ কোটি টাকার বেশি সরঞ্জাম কেনার জন্য। বাকি বরাদ্দ জনসচেতনতা বাড়াতে এবং রাসায়নিক রি-এজেন্ট কেনার জন্য ব্যবহার করা হবে।
অর্থ মন্ত্রণালয় ২০১৯-২০-এর সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এ তহবিল বরাদ্দ দিয়েছে।
বিশ্বের শতাধিক দেশে করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। গত রবিবার বাংলাদেশে প্রথম তিনজন করোনাভাইরাস আক্রান্তের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এছাড়া এই ভাইরাস সংক্রমণের সন্দেহে আটজনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে।
কালের আলো/এনআর/এমএম