অতিথিরাই আসেননি, জৌলুসহীনতায় শেষ ৩ দিনব্যাপী নজরুল জন্ম জয়ন্তী

প্রকাশিতঃ 3:52 am | May 28, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

তিন দিনব্যাপী নজরুল জন্ম জয়ন্তীর শেষ দিনের অনুষ্ঠান। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ছাড়াই দাঁড়ি টানতে হয়েছে এ অনুষ্ঠানের। বিশেষ অতিথির তালিকায় থাকা বর্তমান ও সাবেক ৬ সংসদ সদস্যও ছিলেন অনুপস্থিত।

ফলে কয়েকজন অতিথি দিয়েই কোনমতে সাদামাটাভাবে শেষ করতে হয়েছে বিদ্রোহী কবির ১১৯ তম জন্মবার্ষিকী উদযাপনের শেষ দিন রোববার (২৭ মে)। অতিথি ছাড়া জৌলুসহীন এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতা উপস্থিতিও ছিল নগণ্য। ফলে আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জাতীয় কবির জন্ম জয়ন্তীতে এমন হেয়ালীপনা হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে নজরুল ভক্ত-অনুরক্তদের।

জানা যায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে দীর্ঘদিন পর নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠান জাতীয় পর্যায়ে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলা ছাড়াও ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে নজরুল জন্ম জয়ন্তীর অনুষ্ঠান একইভাবে উদযাপিত হয়েছে।

তিন দিনব্যাপী জয়ন্তীর উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ও দ্বিতীয় দিনে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি দ্যুতি ছড়ালেও শেষ দিন রোববার (২৭ মে) ছিল একেবারেই বর্ণহীন। ছোট ভাই’র মৃত্যুর কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান উপস্থিত থাকতে পারেননি।

এদিন নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা পর দুপুরে অনুষ্ঠান শুরু হলেও দাওয়াতপত্র ও ব্যানারে বিশেষ অতিথির তালিকায় নাম থাকা ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা: এম.আমান উল্লাহ, মযমনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ ছিলেন অনুপস্থিত।

কিন্তু বর্তমান এ তিন সংসদ সদস্যের কেউই এ অনুষ্ঠানে আসেননি। একইভাবে বিশেষ অতিথি হওয়া সত্বেও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের দলীয় সাবেক তিন সংসদ সদস্য রেজা আলী, আব্দুল মতিন সরকার ও হাফেজ রুহুল আমিন মাদানীও অনুপস্থিত ছিলেন শেষ দিনের অনুষ্ঠানে।

সূত্র জানায়, সব অতিথিরা অনুষ্ঠানস্থলে এভাবে অনুপস্থিত থাকায় কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে আয়োজক জেলা প্রশাসনের কর্মকর্তাদের। ফলে বাধ্য হয়েই প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ছাড়াই অনুষ্ঠান শুরু ও শেষ করতে হয় তাদের।

অতিথি সঙ্কটে সৌভাগ্যের দূয়ার খুলে যায় ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমানের। তিনি মঞ্চে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন।

বিশেষ অতিথিদের এভাবে অনুষ্ঠানস্থলে অনুপস্থিতের হিড়িকের বিষয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা দৈনিক কালের আলোকে বলেন, মহামান্য রাষ্ট্রপতির উদ্বোধনের দিন বর্তমান ও সাবেক সব সংসদ সদস্যই ছিলেন। হয়তো এ কারণেই দ্বিতীয়বার তারা অনুষ্ঠানে আসেননি।

শেষ দিনের জন্ম জয়ন্তী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) ড.সুভাষ চন্দ্র বিশ্বাস। দাওয়াতপত্র ও ব্যানার অনুযায়ী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান।

স্বারক বক্তব্য রাখেন বিশিষ্ট ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজাফর রিপন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালের আলো/ওএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook