‘রং সাইড দিয়ে গাড়ী চালালে কাউকে ছাড় দিবেন না’
প্রকাশিতঃ 4:07 am | May 28, 2018
ফেনী সংবাদদাতা, কালের আলো:
‘মন্ত্রী-এমপি যেই হোক না কেন রং সাইড দিয়ে গাড়ী চালালে তাকে ছাড় দিবেন না। ফেনীর এমপি নিজাম উদ্দিন হাজারীও যদি রং সাইড দিয়ে গাড়ী চালায় তাকে ধরে জরিমানা করবেন। রাস্তায় যানজট নিরসন করতে হলে এর বিকল্প কোন উপায় নেই।ভিআইপি বলে কাউকে ছাড় দিলে একদিকে যানজটের সৃষ্টি হবে, অন্য দিকে আপনারা হবেন প্রশ্নবিদ্ধ।’
রোববার ফেনীর সার্কিট হাউজে যানজট নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক সভায় ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী উপস্থিত ছিলেন। সভায় যানজট নিরসনে তৎপর হতে চট্রগ্রাম বিভাগের সকল স্তরের প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন মালিক এবং শ্রমিক নেতাদের নির্দেশ দেন মন্ত্রী।
কালের আলো/আরআইকে
** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook