করোনায় মৃত ব্যক্তির গোসল-জানাজা-দাফনে যা করতে হবে

প্রকাশিতঃ 9:51 pm | March 18, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

বিশ্বে মহামারীর রূপ পাওয়া নভেল করোনাভাইরাসে মৃতদের গোসল, জানাজা ও দাফনে অংশ নেয়া ব্যক্তিদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যববস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত মেজর একেএম শাকিল নেওয়াজ।

বুধবার(১৮ মার্চ) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অন্যান্য দুর্যোগের তুলনায় করোনা আলাদা হওয়ায় সেই অনুসারে ব্যবস্থা নিতে হবে।

একেএম শাকিল নেওয়াজ বলেন, গোসল-জানাজা-দাফনে যারা অংশগ্রহণ করবে তাদের নিরাপত্তামূলক পোশাক পরে অংশ নেয়া উচিৎ। কারণ মৃত ব্যক্তি কিন্তু অলরেডি করোনা ভাইরাসের হটস্পট। যারাই যাবেন, নিরাপত্তামূলক পোশাক পরতে হবে এবং আসার সময় সেই পোশাক নষ্ট করে দিয়ে তাদের বেরিয়ে আসতে হবে। নয়তো ওই ড্রেসগুলোর ভেতর ভাইরাস থাকার সম্ভাবনা আছে।

কালের আলো/এনআর/এমএম