‘সড়কের পাশে অবৈধ ওয়ার্কশপ থাকলেই সিলগালা করা হবে’

প্রকাশিতঃ 5:04 pm | June 01, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “সাধারণত দুটি কারণে ঈদের সময় মহাসড়কে যানজট সৃষ্টি করে। প্রথমত ফিটনেসবিহীন গাড়ি আর দ্বিতীয়ত উল্টোপথে যানবাহন চালানো। এবার এধরনের কোনো কার্যকলাপ কেউ করতে পারবে না।”

শুক্রবার সকালে ঢাকা-ডেমরা রোডের যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকার মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানা অভিযানে অংশ নেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “উৎস মুখেই এসব ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে। সড়কে সাজা দিয়ে লাভ হবে না। সড়কের পাশে অবৈধ ওয়ার্কশপ থাকলেই সিলগালা করা হবে। এসব ওয়ার্কশপের জন্য আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে পারি না।”

তিনি আরও বলেন, “ঈদে সড়কের অবস্থা স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা থাকবে। কিছু ফিটনেসবিহীন গাড়ির জন্য সবাইকে কষ্ট দিতে পারি না, এসব গাড়ির জন্য প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”

মন্ত্রী বলেন, “ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সড়কে নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ি চলছে। ঈদকে সামনে রেখে এসব কাজ জনদুর্ভোগ সৃষ্টি করছে। বৃষ্টির কারণে কাঁদামাটিতে পথচারীদের চলাচলেও কষ্ট হচ্ছে। তাই ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) চেয়ারম্যান হিসেবে আমি ওয়াসা, ডেসাসহ নগরে উন্নয়ন কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ঈদের আগে-পরে কিছুদিন কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করছি।”

বিএনপি নেতাদের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আগামী নির্বাচনে বিএনপির পরাজয় হবে এমন আভাস দলটি পেয়েছে। যে কারণে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর একটা অজুহাত খুঁজছে দলটি।”

সম্প্রতি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছেন। এ ব্যাপারে বিএনপি অভিযোগ করেছে, কঠোর গোপনীয়তায় সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফ করা হয়েছে। ছাড়া পেয়েই গোপনে দেশ ছেড়েছেন তিনি।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “তারা (বিএনপি) সন্ত্রাসী দল, কানাডার আদালতই এমন রায় দিয়েছে। সুতরাং তাদের কণ্ঠে জোসেফকে নিয়ে নানা কথা বলা মানায় না।”

কালের আলো/ওএই্চ

** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook