করোনা: সাধারণ মানুষের পাশে লায়ন জয়া
প্রকাশিতঃ 12:18 am | March 26, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে রাজধানীর প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন লায়ন জয়া জাহান চৌধুরী।
গত দু’দিনব্যাপী তিনি ঢাকার ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান ও নিকেতন এলাকায় নিজ উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পথচারীদের মাঝে বিনামূল্যে কয়েক শতাধিক সেফটি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।
জয়া কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ও লাইফ ইভেন্ট এর চেয়ারম্যান জয়া জাহান চৌধুরী বলেন, ‘আমি সাধারণ মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করতে একেবারে প্রান্তিক পর্যায়ে এসে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে মাস্ক, হ্যান্ড ক্লিনার এ্যালকোহল প্যাড ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি।
যেহেতু, আমাদের জনবহুল দেশে করোনা সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা। একমাত্র জনসচেতনতাই পারে ভয়ংকর করোনা ভাইরাস রোধ করতে।’

তিনি বলেন, এছাড়া অসাধু ব্যবসায়ীরা অনেকেই হ্যান্ড স্যানিটাইজার মূল্য বাড়িয়ে দিচ্ছে। ফলে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা এসব উপাদান কিনতে পারছে না। তাদের হাতে আমার সামর্থ্য অনুযায়ী স্যানিটাইজার পৌঁছাতে চেষ্টা করছি।
কালের আলো/এনআর/এমএম