করোনা সচেতনতায় ভালুকায় ছাত্রলীগের নানা তৎপরতা

প্রকাশিতঃ 7:51 pm | March 30, 2020

কালের আলো প্রতিবেদক:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করতে সারাদেশ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ।

সোমবার(৩০ মার্চ) দিনব্যাপী ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসাইনের ব্যক্তি উদ্যোগে পাড়াগাঁওয়ে সচেতনামূলক লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়াও ছিটানো হয় জীবানুনাশক ঔষধ।

এই কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন ছাত্রলীগের এই নেতা। তিনি বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারও ছাত্রলীগ মানুষের পাশে থাকবে।

কালের আলো/বিএমএ