বাস্তববাদিতার পাশাপাশি স্বপ্ন দেখতে পছন্দ করেন আইজিপি
প্রকাশিতঃ 12:18 pm | June 05, 2018
অ্যাক্টিং এডিটর, কালের আলো: বাস্তববাদিতার পাশাপাশি স্বপ্ন দেখতে পছন্দ করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম বার)। তাঁর স্বপ্ন বাস্তবায়নের ভিতও শক্তিশালী। দলগত সুশৃঙ্খল স্পৃহা (টিম স্পিরিট) নিয়েই কাজ করছেন তিনি।
৩২ বছরের উজ্জল কর্মজীবনের অধিকারী এ মানুষটি মনে করেন- বাংলাদেশ পুলিশ হচ্ছে একটি পরিবার। এ পরিবারের সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা এবং ‘টিম স্পিরিট’ নিয়েই কাজ করছে। প্রতিটি পুলিশ সদস্যকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবেই পালন করতে হবে।
জনবান্ধব ও সেবাবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার মিশন নেয়া পুলিশের এ সর্বোচ্চ কর্মকর্তা স্পষ্ট কথায় বাহিনীর সদস্যদের সতর্ক করে বলেছেন, ‘কারো ব্যক্তিগত আচরণে যদি পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়, তাঁর দায়-দায়িত্ব ওই ব্যক্তিকেই বহন করতে হবে।
বাংলাদেশ পুলিশ তাঁর দায় নেবে না। কোন পুলিশ সদস্য মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে দায় তাঁর নিজের। এমনটি ঘটলে তাকেও আইনের আওতায় আনা হবে। বিভাগীয় শাস্তির পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রহণ করা হবে কঠোর আইনগত ব্যবস্থা।
সম্প্রতি পুলিশ সদর দপ্তরে নিজে কক্ষে কালের আলো’র সঙ্গে একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন পুলিশের এ মহাপরিদর্শক (আইজিপি)। ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ পুলিশের ৪০ তম মহাপরিদর্শক (আইজিপি)।
তিনি এর আগে প্রায় ৯ বছর স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপিসহ পুলিশের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বের সঙ্গেই কাজ করে সুনাম কুড়িয়েছেন।
নতুন আইজিপি হিসেবে অনেক আগে থেকেই আলোচনায় ছিল চাঁদপুরের সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী গ্রাম থেকে ওঠে আসা ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর নাম। শেষ পর্যন্ত যোগ্যতা, অভিজ্ঞতাসহ নানা মাপকাঠিতে বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর এ সর্বোচ্চ পদটিতে তাকেই বেছে নেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে কাজ শুরু করেন তিনি। পুলিশ প্রধানের দায়িত্ব নিয়েই ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক শব্দ’ এমন বাক্য উচ্চারণ করেছিলেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বঙ্গবন্ধুর আদর্শকেই ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে সেদিন তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না।
তার সুযোগ্য নেতৃত্বের কারণে আজকের বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর অবদান জাতি কোনো দিন ভুলবে না।’
পুলিশকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়া এবং যে বদনাম আছে তা ঘুচাতে কাজ করার অঙ্গীকার করে এও বলেছিলেন, ‘পুলিশে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা, অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের আধিকার দেওয়া হবে।’
নিজের নেতৃত্বের ক্ষেত্রে একটি বিষয়ও স্পষ্ট করেন এই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। সততা ও দক্ষতায় দেশপ্রেমিক বাহিনীর ‘অনুকরণীয়’ এই ব্যক্তিত্ব কালের আলোকে বলেন, ‘পুলিশ কর্মকর্তারা সুষ্ঠু ও সুচারুভাবে কাজ করলে পুলিশ প্রধান হিসেবে আমি কোন রকম হস্তক্ষেপ করবো না। তবে কেউ ঠিকমতো কাজ না করলে অবশ্যই হস্তক্ষেপ করবো।’
নীতি নৈতিকতার আদলে জীবন গড়া, নিয়ম কানুনের দিক থেকে সব সময় কঠোর প্রচারবিমুখ ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। কালের আলো’র এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরীহ ও নিরপরাধ মানুষের পাশে পুলিশ থাকবে।
থানাকে ঘিরে সেবা প্রত্যাশীদের প্রত্যাশা ধারণ করেই সাধারণ মানুষের জন্য পুলিশ কাজ করবে।’
নিজের বাহিনীর সদস্যদের প্রতি ‘গভীর সহৃদয়তা’ রয়েছে এ পুলিশ প্রধানের। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আইজিপি কালের আলোকে বলেন, ‘পুলিশের অফিসার ও ফোর্সদের কল্যাণের দিকেই আমার নজর রয়েছে।’
সরলতা নিয়ে বলছিলেন, ‘আমি চাই, পুুলিশ সদস্যরা যেন শতভাগ রেশন সুবিধা পান। পুলিশ সদস্যরা যেন ঠিকমতো ছুটি পায়, বাড়ি যেতে পারে। কোন রকম ভোগান্তি ছাড়াই টিএ বিল তুলতে পারে। তারা এখন বৈশাখী উৎসবভাতা পাচ্ছেন। ঝুঁকিভাতা তাদের (পুলিশ সদস্যদের) মনোবল চাঙ্গা করেছে। ’
পুলিশ সদস্যদের গত মাসের টিএ বিল এই মাসেই দিয়ে দেয়া হয়েছে জানিয়ে তিনি একটি তথ্যও তুলে ধরেন- ‘দুই লাখ ফোর্সের জন্য আবাসনের সক্ষমতা অনেক কম। এ সক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছি’ দৃঢ়তা নিয়ে বলেন পুলিশ প্রধান।
রমজানে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা ধরে রাখাকে একটি বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন পুলিশের মহাপরিদর্শক। ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ প্রসঙ্গে নিজের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন। এসবি’র প্রধান থাকাকালীন তিনি দীর্ঘ সময় উত্তরায় থেকেছেন।
দেশের সাধারণ মানুষের ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক বছর উত্তরায় ছিলাম। এয়ারপোর্ট ক্রসিং থেকে মাত্র ৫০ গজ দূরে ওভার ব্রিজ করে দেয়া হয়েছে।
চলন্ত সিঁড়ি আছে সেখানে। সেই সিঁড়ি ভেঙে ৫ জন লোকও সেখানে যাচ্ছে না। অথচ রাস্তায় শত শত মানুষ। ঝুঁকি নিয়েই তাঁরা পারাপার হচ্ছে।’
কালের আলো/এএ
আরও পড়ুন: সরকারি হাসপাতালে মাদকাসক্তদের চিকিৎসার জন্য ১০ শয্যা রাখার মত আইজিপি’র
আরও পড়ুন: আইজিপি ড.জাবেদ পাটোয়ারী’র সাক্ষাতকার পড়ুন কালের আলোতে
** দ্রুত খবর জানতে ও পেতে কালের আলো’র ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: KalerAlo/Facebook