করোনা ভাইরাস প্রতিরোধে ফুলবাড়ীয়া বাজার পরিদর্শন
প্রকাশিতঃ 8:13 pm | March 31, 2020
কালের আলো প্রতিবেদক:
করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশের মত ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চলছে অঘোষিত লকডাউন। সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছে মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল।
এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশা চালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।
এ অবস্থায় তাদের পাশে দাড়িয়েছেন ফুলবাড়ীয়া উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য, আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইমদাদুল হক সেলিম।
মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে ফুলবাড়ীয়া বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য আসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইমদাদুল হক সেলিম। তিনি বাজার পরিদর্শন করার সময় বিতরণ করেন মাস্ক।
এ সময় তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে নিজ নিজ ঘরে থাকার ও পরিস্কার পরিচ্ছনতা থাকার আহবান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, ফুলবাড়ীয়া থানার এসআই মোঃ সেকান্দর আলী, ফুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সেলিম সহ অন্যন্য নেতৃবৃন্দ।
কালের আলো/বিআর