হতদরিদ্রদের বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দিছেন চুয়াডাঙ্গার এসপি

প্রকাশিতঃ 10:36 am | April 05, 2020

কালের আলো প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম । ঘরবন্দি অসহায় মানুষের ঘরে ঘরে নিজ হাতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।

শনিবার(০৪ এপ্রিল) সারাদিন চুয়াডাঙ্গা সদর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস প্রমুখ।

এ সময় ৫০০টি কর্মবঞ্চিত গরিব পরিবারের মধ্যে ৩ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ৫০০ গ্রাম লবন, ২৫০ গ্রাম পিঁয়াজ, ১০০ গ্রাম গুড়া হলুদ, ১০০ গ্রাম কাঁচা মরিচ সহ প্রায় ৭ কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসপি জাহিদুল ইসলাম বলেন, মানুষের কষ্ট লাঘবে আমরা সচেষ্ট আছি। আপনারা ঘরে থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। আমাদের এই কার্যক্রমে সহায়তা করুন। করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলুন।

কালের আলো/একেএম