করোনা: ব্যাংকে লেনদেনের নতুন সময়

প্রকাশিতঃ 5:09 pm | April 09, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনা মহামারি পরিস্থিতিতে সাধারণ ছুটি চলার সময় গ্রাহকের সঙ্গে ব্যাংকিং লেনদেনের সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় সূচি অনুযায়ী, আগামী ১২ এপ্রিল হতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেন কর‌তে পার‌বেন। তবে ব্যাংকগুলো খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

বৃহস্পতিবার(০৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, করোনার কারণে সরকার ও স্থানীয় প্রশাসন যেসব এলাকা লকডাউন কর‌বে ওইসব এলাকায় সব ব্যাংকের শাখা বন্ধ রাখতে হবে।

কালের আলো/বিএমএম