সুবিধাবঞ্চিত শিশুদের মুখে অনাবিল হাসিতে ‘জ্যোতির্ময় জ্যোতি’

প্রকাশিতঃ 9:56 am | June 11, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :

ফজলে রাব্বী, পারভেজ, মোবারক, শামীম, পিংকী, মনি কিংবা লাল মিয়া। মৌলিক অধিকার বঞ্চিত, দরিদ্র ও অসহায় শিশু ওরা। নিরক্ষতার অভিশাপের নিয়ে ওদের বাস। সমাজের অগ্রযাত্রা থেকেও পিছিয়ে।

ওদের কারো বাবা নেই। আবার কারো থেকেও নেই। এই হোটেল ওই হোটেলে পানি আনা নেয়া বা ধোয়া-মোছার কাজ করে এই ছোট্ট বয়সেই বাঁচার জন্য সংগ্রাম করতে হয়।

রাজধানীতে ঈদ বাজার যখন চাঙ্গা হয়ে ওঠে তখন ওরা শুধু নির্বাক তাকিয়ে থাকে। তাদের এই দীর্ঘশ্বাস উপলব্ধি করে এমন হৃদয়বান মানুষের সংখ্যাও নেহায়েতই কম।

ফলশ্রুতিতে ওদের কাছেই ঈদের নতুন পোশাক নি:সন্দেহে পরম আনন্দের! আদতে হয়েছেও এমনই। নতুন পোশাকে ঈদের আগেই ঈদ আনন্দে মেতে ওঠেছে রাব্বী আর মোবারকরা।

‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ সুবিধাবঞ্চিত এমন প্রায় দুই শতাধিক শিশুকে নতুন পোশাকে অবারিত এক আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে রোববার (১০ জুন)।

এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হল মাঠ সংলগ্ন পলাশী মোড়ে অনাড়ম্বরভাবে নিম্নবিত্ত ও অতি দরিদ্র এসব শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা মহানগর উত্তরে তেজগাঁও থানা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি।

শৈশবেই আর্থিক অভাবে জর্জরিত এবং আনন্দহীন শৈশবের অধিকারী এসব সুবিধাবঞ্চিত শিশুদের জীবনকে রাঙাতে, আনন্দময় করে তুলতে নীরবে নিভৃতেই কাজ করে যাচ্ছে এ স্বেচ্ছাসেবী এ সংগঠনটি। এই সংগঠনটির থিম স্লোগানও চমৎকার ‘মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার।’

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর রক্তের উত্তরাধিকার শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি সব দিক থেকে বঞ্চিত এসব শিশুদের মুখে হাসি ফুটানোকেই নিজের জীবনের পরম ব্রত ধরে প্রায় সমেয়ই ওদের পাশে দাঁড়াচ্ছেন সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই।

‘জ্যোতির্ময়’ এ সমাজ সেবক স্বেচ্ছাসেবী এ সংগঠনটির উপদেষ্টা হিসেবে বঞ্চিত শিশুদের সুন্দর শৈশব নিশ্চিত করতে নিজের অবস্থান থেকেই নিবিষ্টমনে কাজ করছেন।

তিনি বিশ্বাস করেন সমাজের প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে একটু-আধটু করে সুবিধা বঞ্চিত এসব শিশুদের পাশে দাঁড়ালে বদলে যেতে পারে নিম্নবিত্ত ও দরিদ্র শিশুদের বঞ্চনার জায়গা। অবসান ঘটতে পারে ওদের দু:খের দিনলিপি।

পরিচ্ছন্ন ভাবমূর্তির এ মন্ত্রীপুত্র এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘সুবিধাবঞ্চিত, অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিশুদের জীবনকে আনন্দময় করে তুলতে ‘সেভ দ্যা ফিউচার’ প্রায় চার বছর যাবত কাজ করে যাচ্ছে।

তাদের এ মহতি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমি গর্বিত। নতুন পোশাকে এসব সুবিধা বঞ্চিত শিশুরা ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারলেই আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু বান্ধব’ এমনটি উল্লেখ করে বিশিষ্ট সমাজ সেবক শাফি মোদ্দাসের খাঁন জ্যোতি বলেন, ‘শিশু-কিশোরদের দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমত্ববোধ নিয়ে বেড়ে উঠে বিজয়ী জাতি হিসেবে বিশ্বে আত্নমর্যাদা নিয়ে চলার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।’

তিনি বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বিনামূল্যে বই বিতরণ করছে। দরিদ্র ও মেধাবী বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে।

স্কুলে স্কুলে মিডডে মিল চালু হয়েছে। শিশুদের ভবিষ্যত যাতে সুন্দর হয়, উজ্জ্বল হয় সেজন্যই কাজ করছেন প্রধানমন্ত্রী।’

সংশ্লিষ্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, সমাজসেবক মাহবুব জামাল শামীম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অফিস পরিচালক কাউসার আহমাদ, অর্থ পরিচালক ফারহানা আক্তার, সহকারী নির্বাহী রাজন রেজা তানিম, শরীফ ওবায়েদুল্লাহ, সহকারী অর্থ পরিচালক আবদুর রহমান তরুন, কেন্দ্রীয় প্রকল্প পরিচালক আফসার মাহমুদ, সহকারী অফিস সম্পাদক নুরুল ইসলাম নবাব প্রমুখ।

কালের আলো/এএ