করোনা পরিস্থিতিতে ফুটবলার মারিয়া মান্ডার আহ্বান
প্রকাশিতঃ 11:19 am | April 22, 2020
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
মাঠে নেই খেলা। বাড়িতে অলস সময় কাটছে। করোনাভাইরাসের কারণে নিজে যেমন ঘর থেকে বের হচ্ছেন না, তেমনি করে তরুণদের ঘরে থাকতে অনুরোধ করেছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা মারিয়া মান্ডা।
সংক্রমণ রোধে সবাইকে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। করোনায় আক্রান্তদের জন্য যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মারিয়া, ‘স্কুল-কলেজ বন্ধ। মাঠে খেলা নেই। আমি জানি, সবার মন খারাপ থাকারই কথা। বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না। সতীর্থদের সঙ্গে গল্প করতে পারছি না। আড্ডা দিতে পারছি না; কিন্তু তাই বলে মনোবল হারালে চলবে না। করোনায় আক্রান্তদের জন্য আমাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তাদের সমর্থন জোগানো উচিত।’
এর সঙ্গে তরুণদের উদ্দেশে দিয়েছেন বার্তা, ‘তরুণদের হাতেই আছে ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি। কঠিন এ সময়ে আমাদের কোনো ভুল করলে চলবে না। কারণ ছোট কিছু ভুলের মাসুল আপনার পরিবারকেও গুনতে হবে। এ সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে। করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে নিয়ম মেনে চলতে হবে। সংক্রমণ এড়াতে বাইরে বের হওয়া যাবে না, ঘরে থাকতে হবে। সবার সম্মিলিত চেষ্টা দিয়েই করোনাকে জয় করা সম্ভব হবে।’
কালের আলো/পিএ/এফএস