৩ সিটির তফসিল ঘোষণা, ৩০ জুলাই ভোটগ্রহণ
প্রকাশিতঃ 2:51 pm | June 13, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব খোন্দকার মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, এই তিন সিটিতে রিটার্নি অফিসারের কাছে মনোনয়পত্র জমাদানের শেষ তারিখ ২৮ জুন, প্রার্থিতা বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ভোগগ্রহণ আগের ঘোষিত আগামী ৩০ জুলাই-ই অনুষ্ঠিত হবে।
কালের আলো/এমএস