কৃষকের ধান কেটে দিলো স্টেজ ফর ইয়ুথের সদস্যরা

প্রকাশিতঃ 9:45 pm | April 24, 2020

কালের আলো সংবাদদাতা:

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারনে কার্যত লকডাউন সারাদেশ। ক্ষেতে ধান পাকলেও শ্রমিক সংকটে তা কেটে ঘরে তুলতে পারছে না কৃষকরা। এমন পরিস্থিতিতে সারাদেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসহ স্বেচ্ছাসেবীরা।

ময়মনসিংহেও তেমন এক অসহায় কৃষকের ধান কেটে তা পৌঁছে দিয়েছে স্টেজ ফর ইয়ুথ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শুক্রবার(২৪ এপ্রিল) ময়মনসিংহের সদর উপজেলার টান হাসাদিয়া ইউনিয়নের কৃষক নরুল ইসলাম টাকার অভাব ও শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না।

এমন পরিস্থিতিতে সংগঠের ২০ জন সদস্য এই কৃষকের জমির ধান কেটে তা পৌঁছে দিয়েছে।

কালের আল/বিআর