দেশে ২৪ ঘন্টায় আরও ১৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

প্রকাশিতঃ 9:30 pm | May 03, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ চিকিৎসক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো ৫৩৬ জনে। সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪০২ জন রাজধানীতে। তারা বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

রোববার (০৩ মে) বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকার পর সব থেকে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ বিভাগে ৬১ জন। এছাড়াও বরিশাল বিভাগে নয়জন, চট্টগ্রামে ১৭, সিলেটে সাত, খুলনায় ৩০, রংপুরে সাত এবং রাজশাহী বিভাগে তিনজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আরও দু’জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। একই সময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৬৫ জন। এতে দেশে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয় হাজার ৪৫৫ জনে।

রোববার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও এই ভাইরাসকে জয় করা মানুষের মিছিলও লম্বা হচ্ছে। এখন পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৬৩ জন।

কালের আলো/এমএম