ভর্তি জালিয়াতিতে জড়িত ১৫ জনের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত
প্রকাশিতঃ 5:19 pm | January 04, 2018
কালের আলো: ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন ।