রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু
প্রকাশিতঃ 8:22 pm | June 19, 2018
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা, কালের আলো:
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন জমাদ্দার (২৮) নামে এক আটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নৈকাঠি গ্রামের জমাদ্দার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন নৈকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলী জমাদ্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে চার্জে দেয়া অটোরিকশা সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয় আল আমিন। তখন গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজাপুর থানা পরিদর্শক (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে’ এ বিষয়ে নিহত আমিন জমাদ্দার (২৮) এর বাবা মুক্তিযোদ্ধা মো. সেকান্দার আলী জমাদ্দার কোন অভিযোগ দায়ের করেন নি।
কালের আলো/প্রতিনিধি/ওএইচ