আমার কাছে সন্তান, আর সে কিন্তু একা : শাকিবকে নিয়ে অপু
প্রকাশিতঃ 5:10 pm | June 20, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:
অপু বিশ্বাস ও শাকিব খান জুটি বাংলাদেশের অন্যতমম জনপ্রিয় জুটি। এবারের ঈদ মা ছেলে এক সঙ্গে কাটিয়েছেন অন্যরকমভাবে।
‘শর্টকাট’ নামের সিনেমার শুটিংয়ে অপু বিশ্বাস বর্তমানে আছেন কলকাতায়। সম্প্রতি ভারতীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন শাকিব খানকে নিয়ে।
শাকিব খানকে নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ মিস করি কিনা জানি না, তবে একটা কথা বলতে পারি- আমার কাছে সন্তান আছে। আর সে কিন্তু একা। জীবন যখন আছে, তখন জীবনে নানারকম অভিজ্ঞতা তো থাকবেই। ভাল-খারাপ, সব নিয়েই একটা মানুষের জীবন। তাই থেমে থাকলে চলবে না। ‘
সিনেমা ও অপু – শাকিব জুটি নিয়ে তিনি বলেন, ‘অনেক ছবিতে অভিনয় করার অফার এসেছিল। কিন্তু করা হয়ে ওঠেনি। কারণ ঢাকায় একটার পর একটা ছবিতে অভিনয় করে যাচ্ছিলাম। এখন পর্যন্ত ৯৬টা ছবিতে অভিনয় করেছি। আর অপু-শাকিব জুটি তো বাংলাদেশে ইতিহাস তৈরি করেছে।’
কলকাতার ছবিতে শুটিং নিয়ে অপু সাংবাদিককে বলেন, ‘এখন বড্ড গরম। গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে শুটিং করতে হচ্ছে। তবে সহঅভিনেতারা ভীষণ পেশাদার। তাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে কোনোরকম অসুবিধা তো হচ্ছেই না বরং প্রাপ্তি ঘটছে অনেক।’
শর্টকাট সিনেমাটি পরিচালনা করছেন সুবীর মন্ডল। নচিকেতার লেখা একটি গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। যেখানে নুরজাহান চরিত্রে অভিনয় করছেন অপু।
কালের আলো/এমএস