বাঁচলে পরিবারের সঙ্গে আরও অনেকবার ঈদ করা যাবে: আইজিপি

প্রকাশিতঃ 2:03 pm | May 19, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

করোনার সংক্রমণ বাড়ছে দেশে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে ডাক্তার, নার্স, পুলিশসহ নানা শ্রেণিপেশার মানুষ। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে গেলেও ঈদে ঘরমুখো মানুষ ভিড় করছে ফেরিঘাট ও রাস্তায়।

এমতাবস্থায় ঢাকা থেকে রওনা হয়ে ফেরিঘাটে আটকেপড়া ঘরমুখী মানুষদের স্ব-স্ব অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার)।

তিনি বলেছেন, মনে রাখতে হবে বেঁচে থাকলে আরও অনেকবার পরিবারের সঙ্গে ঈদ করা যাবে। কিন্তু মারা গেলে কিংবা করোনা আক্রান্ত হলে এখানেই শেষ। তাই আমরা অনুরোধ জানাচ্ছি সরকারি যে নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি সেটা মেনে চলুন।

মঙ্গলবার(১৯ মে) দুপুর ১২টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও করোনা মহামারি নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, ফেরিঘাটে আটকেপড়াদের অনুরোধ, দয়া করে যেখানে ছিলেন সেখানে ফিরে আসুন। যারা আটকে আছেন তাদের ঢাকায় ফেরার জন্য পুলিশ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করবে।

সবাইকে যার যার নিজ অবস্থানে থাকার আহবান জানিয়ে আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) বলেন, আমরা যে যেখানে আছি সেখানে অবস্থান করি। কোনভাবে বাসা থেকে বের না হই।

পুলিশ প্রধান বলেন, এই মুহূর্তে ফেরিঘাটে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে। এর মধ্যে অনেকে ফেরিঘাটে ভিড় করছেন। নানা চোরাইপথে জীবনের ঝুঁকি নিয়ে নদীপার হওয়ার চেষ্টা করছেন। আমরা নৌপুলিশকে বলেছি, এগুলো প্রতিহত করতে।

তিনি বলেন, দয়া করে কেউ ঝুঁকি নেবেন না। পরিবারের কাছে যাচ্ছেন ঈদ করার জন্য। করোনা নিয়ে সেখানে সংক্রমণ ছাড়ানোর শঙ্কা তৈরি করবেন না।

আইজিপি বলেন, মিডিয়ার স্বাধীনতায় হস্তক্ষেপ নয় বরং গুজবের বিরুদ্ধে একসাথে লড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করা বা সান্ধ্য আইন জারি করা হবে কিনা জানতে চাইলে আইজিপি বলেন, সরকারকে সার্বিক বিষয়ে মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে হয়। অনেক দেশ বিধি অনুসরণে জনগণের উপর জোর খাটাচ্ছে।

‘কিন্তু আমি বলব আমরা গত দুই মাস যেভাবে জনগণের সাথে কাজ করেছি; জনগণকে নিয়ে কাজ করেছি সেভাবেই করবো। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করছেন’

কালের আলো/বিএসকে/এনএল