দিনের শুরুতেই সড়কে ঝরলো ৩৬ প্রাণ
প্রকাশিতঃ 2:59 pm | June 23, 2018
কালের আলো ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ১৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এছাড়া রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় ছয় জন নিহত হয়েছেন। সাভারের আমিনবাজার, গোপালগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, নাটোর, চুয়াডাঙ্গায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাইবান্ধা: শনিবার ভোর সোয়া ৪টার দিকে জেলার পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পলাশবাড়ী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর: জেলার তারাগঞ্জ উপজেলার পাগলাপীরে বালুবাহী ট্রাকের চাপায় ছয় বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শুক্রবার রাত ২টার দিকে পাগলাপীরের সলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নিশাত (২০) এবং সাজ্জাদ (১৯) নামে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা দিনাজপুর শহরতলী এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ হেল বাকী জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির ডাবলডেকার ঈদ স্পেশাল বাসটির পেছনের চাকা ফেটে গেলে সেটি মেরামতের জন্য সলেয়াশাহ বাজার এলাকায় বাসটি অবস্থান নেয়। এসময় প্রচণ্ড গরমের কারণে যাত্রীরা বাস থেকে নেমে বাসের পেছনে রাস্তায় দাঁড়িয়েছিলেন।
সিগন্যাল লাইট না জ্বালিয়ে বাসের চাকা মেরামতের সময় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারীসহ ছয় জন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। মরদেহগুলো তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
নিহতরা সবাই পোশাক শ্রমিক। ঈদ শেষে তারা কর্মস্থলে ফিরছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সাভার: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, দ্রুতি পরিবহনের বাসটি রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আমিনবাজারের তুরাগ এলাকায় ইউটার্ন নেয়ার সময় বাসটিকে ট্রাকটি পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে ২৩ জনকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।
গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারে ঢাকা-খুলনা মহসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত তিন জন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ওসি আজজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো বাসটি একটি ভ্যান, একটি মোটরসাইকেল ও একটি মাহেন্দ্রকে চাপা দিলে এসব হতাহতের ঘটনা ঘটে।
ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার সদরদীতে তুহিন পরিবহণের একটি বাস সড়কের পাশে পড়ে গিয়ে দুই জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক মো. ইব্রাহিম (৪০) ও তার সহযোগী (হেলপার) মো. হাবিব (৩৫)। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান সাংবাদিকদের জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তুহিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করে। সেখানে দুইজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি শেখ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির কারণে দুর্ঘটনা ঘটেছে।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া শরনালপাড়া মোড়ে বেপরোয়া গতিতে ছোটা মোটরসাইকেলের ধাক্কায় মধ্যবয়সী পথচারী ওবাইদুর রহমান (৫০) নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক ছুটিপুরের মাসুদ রানা (২৮) ও আরোহী লক্ষ্মীপুরের মহাশিন আলী (২৬) আহত হয়েছেন। হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতেই তাকে রাজশাহী মেডিক্যালে নেয়া হয়েছে।
নিহত ওবাইদুর রহমান চটাই চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়ার শরনালপাড়ার মৃত ইরফান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ওবাইদুর রহমান চা পানের জন্য বাড়ির অদূরবর্তী মোড়ের দোকানে যান। রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ভালাইপুর মোড়ের দিকে ছোটা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আছড়ে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই আহত হন।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তারা হলেন- দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মাসুদ রানা ও লক্ষ্মীপুরের মৃত আব্দুল মালেকের ছেলে মহাশিন আলী। মহাশিন ও মাসুদ রানা মামাতো- ফুফাতো ভাই। তারা চুয়াডাঙ্গা স্টেশন থেকে ট্রেনের টিকেট নিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। মহাশিন খুলনার একটি পলিটেকনিক্যাল কলেজ থেকে এবার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করেছেন। খুলনার ট্রেনের টিকেট কাটার জন্য দুভাই স্টেশনে এসে ফিরছিলেন।
ওবাইদুর রহমানের মৃতদেহ রাতেই তার নিজবাড়িতে নেয় হয়। তিনি দুকন্যা ও এক পুত্রের জনক।
সিরাজগঞ্জ: জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী এলাকার জসিম উদ্দিন ফকিরের ছেলে শফি উদ্দিন ফকির (৪৫) ও একই ইউনিয়নের শ্যামনাই গ্রামের দুহা শেখের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। নিহত দুজনই ট্রাকের যাত্রী ছিলেন।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ উদ্ধার অভিযান শুরু করে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (এসও) মোজাম্মেল হক বলেন, “ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। আহত ১১ জনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”
নাটোর: শহরের আলাইপুরে বালুভর্তি ট্রাকের চাপায় নারীসহ দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- নলডাঙ্গা থানার সোনাপাতিল গ্রামের মঙ্গল দেবনাথের স্ত্রী সুলতা দেবনাথ ও একই এলাকার কার্ত্তিক চন্দ্র দেবনাথের ছেলে কানাই দেবনাথ।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান ও ফায়ার ব্রিগেড স্টেশন অফিসার মুহিউদ্দীন জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নলডাঙ্গা থেকে নাটোরগামী যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে নাটোর শহরের আলাইপুরস্থ কমলা সুপার মার্কেটের সামনে বালু ভর্তি একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত ও তিন যাত্রী আহত হন।
কালের আলো/ওএইচ