সাংবাদিক বিপুল হাসান করোনায় আক্রান্ত
প্রকাশিতঃ 12:34 pm | May 28, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমের বার্তা সম্পাদক বিপুল হাসান ( ৪৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৭ মে) করোনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজেটিভ এসেছে। সিনিয়র এই সাংবাদিক মার্চের শেষ সপ্তাহ থেকেই বাসায় অবস্থান করে কাজ করছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
সাংবাদিক বিপুল হাসান জানান, গত কয়েক দিন থেকেই আমার জ্বর। মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেই।
তিনি বলেন, আইইডিসিআর বুধবার এক ই-মেইলে আমাকে জানিয়েছে যে আমার কোভিড-১৯ পজিটিভ। আমি এখন চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছি । জ্বর ও শ্বাস রযেছে।
সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক বিপুল হাসান।
কর্মীদের করোনা সংক্রমণ ঠেকাতে পূর্বপশ্চিমের অফিস বন্ধ রাখা হয়েছে। ঘরে থেকে কাজ করছেন কর্মীরা।
ধারণা করা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য নিজ বাসার কাছাকাছি মুদির দোকান কিংবা কাঁচাবাজারে গেলে সেখান থেকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।
কালের আলো/বিবিএ/এমএএ