বিশিষ্ট শিল্পপতি মোনেম খান আর নেই

প্রকাশিতঃ 4:25 pm | May 31, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

দেশের অন্যতম সেরা শিল্পগোষ্ঠী মোনেম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেম খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার(৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেম খানকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তার নামাজে জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে হবে বলে জানা গেছে।

কালের আলো/বিডিএস