করোনা : বাজেট অধিবেশনে সাংবাদিকদের জন্য থাকছে না পাস
প্রকাশিতঃ 9:18 am | June 02, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন (বাজেট অধিবেশন) আগামী ১১ জুন বিকেল ৫টায় শুরু হবে। তবে চলমান মহামারির কারণে এবার গণমাধ্যমকর্মীদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাজেট অধিবেশন আহ্বান করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
আগামী ১১ জুন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। এরপরই বিকাল সোয়া ৩টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টার থেকে “বাজেট ডকুমেন্টস” বিতরণ করা হবে।
সোমবার(০১ জুন) এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক করোনাভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে বাজেট অধিবেশনের সকল কার্যক্রম “সংসদ বাংলাদেশ টেলিভিশন”-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে সংগ্রহ করতে হবে।
সেখানে আরও বলা হয়, করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে এবার বাজেট অধিবেশনে গণমাধ্যমকর্মীদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
তবে, অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়ে সংসদ চত্বর থেকে ১১ জুন বিকেল সোয়া ৩টার পর বাজেট ডকুমেন্টস সংগ্রহ করা যাবে। এই কাজের প্রত্যেক গণমাধ্যম থেকে একজনের বেশি কর্মী না পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
কালের আলো/বিবিএ/এএ