ইভিএমের দুই কেন্দ্রে নৌকা জয়ী
প্রকাশিতঃ 5:38 pm | June 26, 2018
কালের আলো, গাজীপুর:
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
৪২৫টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২৬৭ ভোট। আর বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ৫১১ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। ১১ লাখ ৩৭ হাজারের বেশি ভোটার এ নির্বাচনে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন।
কালের আলো/এএসএন