পেশাদারিত্বের সঙ্গেই করোনা সঙ্কট মোকাবেলায় দায়িত্ব পালনের অঙ্গীকার সেনাপ্রধানের
প্রকাশিতঃ 9:20 pm | June 18, 2020
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
আবারও পেশাদারিত্বের সঙ্গেই করোনা সঙ্কট মোকাবেলায় সরকারের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
একই সঙ্গে করোনা মোকাবেলায় দেশের সবগুলো সামরিক হাসপাতালের সক্ষমতা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৭৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্থানীয় গণমাধ্যকর্মীদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান এসব মন্তব্য করেন।
সশস্ত্র বাহিনীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৫৭ জন উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ‘ঢাকা, নবম পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম ক্যান্টমেন্ট এলাকায় যারা দায়িত্ব পালন করছেন তাদের মাঝে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি।
করোনা মোকাবেলায় দেশের প্রতিটি সম্মিলিত সামরিক হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘প্রতিটি সিএমএইচে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের রিয়েল টাইম পিসিআর মেশিন ও পর্যাপ্ত টেস্টিং কিট আছে।
আমাদের পরীক্ষার জন্য কোথাও যেতে হয় না। আমরা আমাদের সার্ভিং ও রিটায়ার্ডদের টেস্ট সুবিধা নিশ্চিত করেছি। নিজস্ব অর্থায়নে অনেক মেশিন কিনেছি। প্রতিনিয়ত বিদেশ থেকে কিট আনছি।
আমাদের সিএমএইচগুলোকে করোনা রোগীদের মোকাবেলার জন্য অনেক মেশিন বিদেশ থেকে এনেছি। শুরুতেই আইসিইউতে ভেন্টিলেটর ও অক্সিজেন সাপোর্ট দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আমাদের।’
নিজেদের সুরক্ষা সামগ্রীর কোন সঙ্কট নেই জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থা আমাদেরকে সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। আমরা নিজেদের অর্থায়নেও অনেক সুরক্ষা সামগ্রী কিনেছি।’
এদিন সকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল এস.এম.শফিউদ্দিন আহমেদ, বিএমএ’র কমান্ড্যান্ট মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এবং ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মতিউর রহমান তাঁকে অভ্যর্থনা জানান।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ কুচকাওয়াজের মাধ্যমে ৭৮তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স এবং ৫৩ বিএমএ স্পেশাল কোর্সের ২৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত অফিসারদের মধ্যে ২৩১ জন পুরুষ ও ২৪ জন মহিলা অফিসার রয়েছেন, যারা সেনাবাহিনীর চলমান ‘অপারেশন কোভিড শিল্ড’-এ উল্লেখযোগ্য অবদান রাখবেন।
আরও পড়ুন- ভবিষ্যত পরিকল্পনায় উজ্জ্বল নবীন সেনারা, পথনির্দেশকের ভূমিকায় জ্ঞানোদ্দীপক উপস্থাপন সেনাপ্রধানের
কালের আলো/এমএএএমকে