বিনা বেতনে আর্জেন্টিনার কোচ হতে চান ম্যারাডোনা
প্রকাশিতঃ 11:57 pm | July 03, 2018
খেলা ডেস্ক, কালের আলো:
আবারও আর্জেন্টিনার কোচ হতে চান দিয়েগো ম্যারাডোনা। জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব সামলানোর জন্য তিনি কোনও পারিশ্রমিক নিবেন না বলে জানান এ ফুটবল কিংবদন্তি। দেশের জন্য এটুকু করা তাঁর কর্তব্য, বলছেন আর্জেন্টাইন তারকা।
ম্যারাডোনা বলেছেন, ‘আমার নাকি সেদিন আনন্দ হচ্ছিল! এমনও বলেছে অনেকে। দেশ হারলে আমি সব সময় দুঃখ পাই। আসলে আমরা এত কষ্ট করে সব কিছু সাজিয়েছিলাম বিশ্বকাপ জয়ের জন্য। আর এত সহজে সেসব কিছু নষ্ট হয়ে গেল। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।’
এর আগেও আর্জেন্টিনার কোচিং করিয়েছেন তিনি। কিন্তু সে পর্ব মোটেও সুখের হয়নি। এরপর সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবের কোচ হিসাবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘দেশের ফুটবল দলের কোচিং করানোর বদলে আমার কিছু চাই না। আমি এই কাজটা হাসিমুখে ও বিনা পারিশ্রমিকে করতে চাই।’
ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর কোচ সাম্পাউলির স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিয়েগো। মেসিসহ গোটা দলকে এই হারের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তিনি। চলতি সপ্তাহে বর্তমান কোচ সাম্পাওলির ভাগ্য নির্ধারণ হওয়ার কথা। এখন দেখার, ম্যারাডোনার প্রস্তাব আর্জেন্টিনার ফুটবল সংস্থা মেনে নেয় কি না।
কালের আলো/ওএইচ