তদন্তে নেতিবাচক প্রতিবেদন আসা অনলাইন নিউজপোর্টাল প্রয়োজনে বন্ধ: তথ্যমন্ত্রী
প্রকাশিতঃ 6:18 pm | July 15, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তদন্তে নেতিবাচক (নেগেটিভ) প্রতিবেদন আসা অনলাইন নিউজপোর্টালগুলো প্রয়োজনে বন্ধ করে দেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা ইতোমধ্যে কিছু প্রক্রিয়া সম্পন্ন করেছি অনলাইনগুলোর ব্যাপারে… একটি সংস্থার পক্ষ থেকে প্রায় এক হাজার ৭০০ এর মতো তদন্ত প্রতিবেদন পেয়েছি। আরেকটি সংস্থা থেকে ১০০ এর মতো তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। এই মাসের মধ্যে আরও দেড়শ কিংবা এর চেয়ে বেশি তদন্ত প্রতিবেদন পাব। সেই তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা এই মাসেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করব।
তথ্যমন্ত্রী বলেন, যেসব অনলাইনের ব্যাপারে নেগেটিভ প্রতিবেদন এসেছে। সেগুলো আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে আমরা সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবো, প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেয়া হবে।
কালের আলো/এনএল/কেআরকে