ভালো কাজগুলো মূল্যায়ন করার আহবান স্বাস্থ্য মহাপরিচালকের
প্রকাশিতঃ 12:47 am | July 27, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করবো। তবে আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভালো কাজগুলোর মূল্যায়ন করেন। কারণ, মিডিয়া আমাদের সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারবো।
রবিবার (২৬ জুলাই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. খুরশীদ আলম।
স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক বলেন, ‘আমি আজ জয়েন করেছি। মন্ত্রী মহোদয় ও দুই সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারা আমাকে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আরও দেবেন। মন্ত্রী মহোদয়ের তাড়া ছিলে বলে আমরা বেরিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝার পরে আপনাদের অফিসিয়ালি ডাকবো, আপনারা যা খুশি আমাকে জিজ্ঞাসা করার করবেন। এই মুহূর্তে আমি আসলে এর বেশি কিছু বলতে পারবো না।’
রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সঙ্গেও কথা বলেন নতুন মহাপরিচালক।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের পর গত ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান ডা. এবিএম খুরশীদ আলম।
কালের আলো/এসবি/এমএম