সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে বশেফমুবিপ্রবি ভিসির শুভেচ্ছা

প্রকাশিতঃ 3:18 pm | July 27, 2020

কালের আলো সংবাদদাতা:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র ও ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, একজন সজীব ওয়াজেদ জয় দেশের লাখ লাখ তরুণের প্রাণে স্বপ্ন বুনে দিয়েছেন। টেক বিশ্বে নতুন নতুন প্রযুক্তির উন্নয়ন আর কনটেন্ট, তরুণদের হাতে তিনি দিয়ে যাচ্ছেন নব নব আইডিয়া। এই মেধাবী তারুণ্যের হাত ধরেই সমৃদ্ধ আগামীর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।

অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে দিনবদলের সোপান তথা ডিজিটাল বাংলাদেশ এর যে ঘোষণা দিয়েছিলেন আজ তা বাস্তব। এর রূপকার হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী তনয় ও তাঁর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

‘দেশের যোগাযোগ প্রযুক্তি বদলে গেছে। ডিজিটাল বাংলাদেশের অবয়ব কী-এখন আর কাউকে তা বোঝাতে হয় না। হাতের মোবাইলের বাটনে এখন বিশ্ব যোগাযোগের পথনকশা।’

তিনি বলেন, আইসিটি সেক্টরে বাংলাদেশ এখন সক্ষমতা অর্জন করেছে। তাই তো দেশের যেকোনো প্রান্ত থেকে, এমনকি গাছের তলায় বসেও অনলাইনে ক্লাসে যুক্ত হতে পারছে শিক্ষার্থীরা। মুহূর্তেই ঘরে বসে অংশ নেওয়া যাচ্ছে আমেরিকা কিংবা ইউরোপে অনুষ্ঠিত হওয়া কোনো গুরুত্বপূর্ণ সেমিনারেও। যা এই মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে।

‘এটা সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে। এই বদলে যাওয়া বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা তার নেতৃত্বের কারিশমা। আর এই আইসিটির সক্ষমতার রূপকার স্থপতি সজীব ওয়াজেদ জয়। ৫০তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্য, কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করি,’ যোগ করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

কালের আলো/ডিএসকে/বিএমএ