‘মেসিকে শুধু স্বপ্নেই আটকাতে পারতাম’
প্রকাশিতঃ 1:44 pm | August 03, 2020
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
স্প্যানিশ লা লিগা শেষ। সমাপ্ত হয়েছে অন্যান্য ঘরোয়া ফুটবল লিগও। কিন্তু ইউরোপা-সেরার ট্রফি উঁচিয়ে ধরার প্রতিযোগিতা এখনো বাকি। সে লক্ষ্যে এগিয়ে যেতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা-নাপোলি। ম্যাচটির আগে নাপোলির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। আপাতত ন্যু ক্যাম্পে মেসিকে আটকানোর ছকই কষছেন নাপোলি কোচ জেন্নারো গাত্তুসো। কিন্তু মেসিকে আটকানোর পথ জানা নেই তাঁর। কেবল স্বপ্নেই নাকি মেসিকে আটকাতে পারেন তিনি।
আগামী শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে নাপোলি। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ ড্র করেছিল গাত্তুসোর দল। এবার যে জিতবে, তারা পাবে কোয়ার্টার ফাইনালের টিকেট
প্রতিপক্ষের মাঠ বলেই বিষয়টি অনেক কঠিনভাবে নিচ্ছেন নাপোলি কোচ। মেসিকে আটকানোর ব্যাপারে গাত্তুসো বলেন, ‘আমি কেবল স্বপ্নেই তাকে (মেসি) মার্ক করতে পারি। এ ছাড়া আমার ছেলের প্লেস্টেশনে নাপোলি-বার্সেলোনা ম্যাচ খেললে সেটা করা যেতে পারে। এসি মিলানের হয়ে খেলার সময় তাঁকে মার্ক করার চেষ্টা করেছিলাম, তখন আমার ওজন এখনকার চেয়ে ১০-১৫ কেজি কম ছিল।’
বার্সেলোনার শক্তির ব্যাখ্যা দিয়ে নাপোলি কোচ আরো বলেন, ‘দুটি ভিন্ন দল দুটি ভিন্ন চরিত্রে খেলে। লাৎসিও শারীরিক ও কৌশলভিত্তিক ফুটবল খেলে আর বার্সেলোনা পুরোপুরি দক্ষতা দিয়ে খেলে। মনে হয় খেলাটি ভিন্ন ধরনের হবে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আমাদের চিন্তামুক্ত থাকতে হবে, যেন আমরা আমাদের সেরা খেলাটি খেলতে পারি।’
কালের আলো/এসপি/এমএডি