চুয়াডাঙ্গায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

প্রকাশিতঃ 9:02 pm | August 09, 2020

কালের আলো সংবাদদাতা:

চুয়াডাঙ্গা ব্যাটালয়িন (৬বিজিবি) কর্তৃক গত বছরের ১৩ এপ্রিল থেকে চলতি বছরের ৩১মে পর্যন্ত সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার(০৯ আগস্ট) বিজিবি কর্মকর্তা, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযথ স্থাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

বর্তমান সময়ে করোনো ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়করোনো ভাইরাসের সংক্রমণরোধে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লক্ষ ৯৫০ টাকা এবং পরিমাণ নিম্নরুপ:

কালের আলো/এসবি/এমএম