বড়পুকুরিয়া কয়লা খনির এমডিসহ ৪ কর্মকর্তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ 7:58 pm | July 24, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দিনাজপুরের বড়পুকুরিয়ায় খনির কয়লা উধাও হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিব খুরশিদ আহমেদসহ ৪ কর্মকর্তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শামছুল আলম ইমিগ্রেশন পুলিশকে লেখা এক চিঠির মাধ্যমে একথা জানান।

অন্য তিন কর্মকর্তা হলেন বড়পুকুরিয়া কয়লা খনির জিএম (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, জিএম (কোল মাইনিং) আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, ডিজিএম (স্টোর) একে এম খাদেমুল ইসলাম।

দুদকের পরিচারক (গণ সংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

কালের আলো/এআর